ঢাকা, বুধবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ফোন হ্যাকিং: জেমস মারডককে আবার ডাকা হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৬, আগস্ট ১৬, ২০১১
ফোন হ্যাকিং: জেমস মারডককে আবার ডাকা হতে পারে

লন্ডন: ব্রিটেনের সংসদের সংস্কৃতি বিষয়ক কমিটি ফোনে আড়ি পাতার অভিযোগ তদন্তের স্বার্থে রুপার্ট মারডকের ছেলে জেমস মারডকসহ এর  গুরুত্বপূর্ণ কর্তাব্যক্তিদের আবার ডাকতে পারে।   কমিটির চেয়ারম্যান জন হুয়িটিংডেল মঙ্গলবার এ তথ্য জানিয়ে বলেন কমিটি আরও তথ্য চেয়েছে।



গত মাসে কমিটি মিডিয়া মোগল খ্যাত রুপার্ট মারডক এবং তার ছেলে জেমস মারডকের কাছ থেকে এ বিষয়ে তাদের বক্তব্য শোনে। জন হুয়িটিংডেল বলেন, কমিটি মঙ্গলবার রাতে তাদের রিপোর্ট প্রকাশ করতে যাচ্ছে। কিন্তু ওই রিপোর্টে এমন অনেক তথ্য প্রমাণ পাওয়া গেছে যার সঙ্গে তাদের বক্তব্যের কোন মিল নেই।  

কমিটির অন্য একজন সদস্য এবং সাংসদ টম ওয়াটসন বলেন, কমিটি মঙ্গলবার সন্ধ্যা সাতটায় তাদের প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে এবং তিনি ধারণা করছেন এতে নিউজ ইন্টারন্যাশন্যালের পক্ষ থেকে নতুন করে  প্রশ্ন উঠবে।

গত মাসে জেমস মারডককে ডেকে না পাঠানোর জন্য সাংসদরা ভোট দিয়েছিলেন। কিন্তু তারপরও জুলাইয়ের প্রথম দিকে রুপার্ট মারডক এবং তার ছেলে জেমস মারডক কমিটির কাছে হাজির হয়ে  তাদের বক্তব্য পেশ করেছিলন।  

মাত্র একজন সাংবাদিক সাবেক রয়্যাল সম্পাদক ক্লিভ গুডম্যান ফোনে আড়ি পাতার জন্য দোষী প্রমাণিত হয়েছিলেন।

সাংসদের কাছে জেমস  মারডক বলেছিলেন ফোন হ্যাঙ্কি বিষয়ে পেশাদারি  ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী গর্ডন টেইলরের ই-মেইলের বিষয়ে তিনি অবগত ছিলেন না। কিন্তু  নিউজ অব দ্য ওয়ার্ল্ডের দুজন নির্বাহী সম্পাদক কলিন মাইলার এবং আইন বিষয়ক কর্মকর্তা টম ক্রোন পরে স্বীকার করেন, মারডকের নথির বিষয়ে তারা অবগত ছিলেন।

কিন্তু মারডক বলেছেন, তিনি তার তথ্য প্রমাণাদি দিয়েই বিষয়টি সত্যতা প্রমাণের চেষ্টা করবেন।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।