ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ায় মানবাধিকার দল পাঠাচ্ছে জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩০, আগস্ট ১৯, ২০১১
সিরিয়ায় মানবাধিকার দল পাঠাচ্ছে জাতিসংঘ

দামেস্ক: সিরিয়ার ঘটনা পর্যবেক্ষণে মানবতা বিষয়ক পর্যবেক্ষক দল পাঠাবে জাতিসংঘ। এসময় পর্যবেক্ষক দল সিরিয়ার বিভিন্ন জায়গায় তদন্ত চালাবে এবং বিক্ষোভকারীদের ওপর সরকারী নির্যাতনের ব্যাপারে খোঁজ নেবেন বলে জানিয়েছেন জাতিসংঘের মানবতা কর্মসূচির প্রধান।



জাতিসংঘের মানবতা কর্মসূচির প্রধান ভ্যালেরি এমোস বলেন, ‘সিরিয়া সরকার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে, পর্যবেক্ষক দল সিরিয়ার যেকোনো জায়গায় যেতে পারবে। শনিবার থেকেই আমরা আমাদের কাজ শুরু করবো। ’

এর আগে যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয় ইউনিয়ন ভুক্ত প্রধান প্রধান দেশগুলো সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে পদত্যাগ করার আহবান জানায়।
 
ইতোমধ্যে সিরিয়া সরকার আবারও জানিয়েছে যে তারা বিক্ষোভকারীদের ওপর থেকে সকল প্রকার দমন পীড়ন বন্ধ করেছে। যদিও এই দাবির সত্যতা এখন পর্যন্ত বিক্ষোভকারীদের পক্ষ হতে নিশ্চিত করা হয়নি।

সিরিয়ার জাতিসংঘের দূত বাশার জাফারি বলেন, মাঠ থেকে সেনাবহিনী এবং পুলিশ বাহিনী সরিয়ে নিয়েছে সিরীয় সরকার।

এর আগেই সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ এক টেলিফোন বার্তায় জাতিসংঘ মহাসচিবকে সকল প্রকার অভিযান বন্ধের খবর নিশ্চিত করেছেন।

মানবাধিকার সংস্থাগুলো বলছে মার্চ মাস থেকে শুরু হওয়া দমন পীড়ন অভিযানে প্রায় দুই হাজার মানুষ মারা গেছে। এসময় সিরীয় বাহিনী ট্যাংক, হেলিকপ্টার, গানশিপ এবং স্নাইপার ব্যবহার করেছে বিক্ষোভকারীদের ওপর।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।