ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

সংলাপের আহবান জানালেন লিবিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৫, আগস্ট ১৯, ২০১১
সংলাপের আহবান জানালেন লিবিয়ার প্রধানমন্ত্রী

ত্রিপোলি: লিবিয়ার সংকট নিরসনে সংলাপের আহবান জানালেন লিবিয়ার প্রধানমন্ত্রী বাগদাদি আলী মাহমুদি। সংকট নিরসনে শান্তিপূর্ণ আলোচনার কোনও বিকল্প নেই বলে বৃহস্পতিবার এক বক্তব্যে তিনি জানান।



মন্ত্রীসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, লিবিয়ার সমস্যা সমাধানে সেনাবহিনী বা সামরিক পন্থা কোনও সমাধান নয়। শান্তিপূর্ণ সংলাপ এবং আলোচনাই পারে লিবিয়ায় শান্তি ফিরিয়ে আনতে।

তিনি আরও বলেন, এই মুহূর্তে ন্যাটোর উচিত লিবিয়ার বেসামরিক লোকজনের ওপর হামলা বন্ধ করা এবং সংলাপের জন্য রাস্তা উন্মুক্ত করা।

আমরা দুর্বল অবস্থানে নেই। তবুও আমরা সংলাপের ডাক দিচ্ছি। কারণ আমরা শান্তিপ্রিয়। আমরা বিশ্বাস করি আন্তর্জাতিক বিশ্ব সন্তোষজনক উপায়ে সমস্যা সমাধানে সহযোগিতা করবে বলেও জানান বাগদাদি আলী মাহমুদি।

বাগদাদি বলেন, সংলাপের জন্য বিভিন্ন মাধ্যমই খোলা রয়েছে। যেকোনো এক উপায়ে শান্তিপূর্ণভাবে সংলাপ সবার জন্যই মঙ্গলজনক হবে। লিবিয়ার সাধারণ জনগণ শান্তি চায়।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।