ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া শুরু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১০
যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া শুরু

সিউল: উত্তর কোরিয়ার হুমকি স্বত্ত্বেও সোমবার যৌথ সামরিক মহড়া শুরু করেছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। মহড়ায়  হাজার হাজার সেনা অংশ নিচ্ছে।



দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে জানান, দশ দিনের মহড়ায়
৩০ হাজার মার্কিন এবং ৫৬ হাজার দক্ষিণ কোরীয় সেনা অংশ নিয়েছে।

এদিকে রোববার পিয়ংইয়ং সতর্ক করে দিয়ে বলেছে, তাদের সেনাবাহিনী এবং জনগণ যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যুদ্ধস্তুতির কঠিন জবাব দেবে।

গত মার্চে টর্পেডোর আঘাতে দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজ চিওনান ডুবে যাওয়ার পর থেকে এককভাবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে দক্ষিণ কোরিয়া সামরিক মহড়া চালিয়ে আসছে।

দক্ষিণ কোরিয়ার একটি যুদ্ধজাহাজটি ডুবে ৪৬ জন নাবিক নিহত হওয়ার পর কোরীয় উপদ্বীপে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তর কোরিয়ার ছোড়া টর্পেডোর আঘাতেই জাহাজটি ডুবে যায় বলে উচ্চ পর্যায়ের তদন্ত প্রতিবেদনে দাবি করা হগয়েছে।
তবে পিয়ংইয়ং দৃঢ়ভাবে ওই অভিযোগ নাকচ করেছে।

মার্কিন সেনা ওয়েবসাইটে জেনারেল ওয়াল্টার সার্প বলেছেন, এটি বিশ্বের অন্যতম বড় যৌথ মহড়া। ওয়াল্টার  ২৮হাজার ৫০০ সেনার নেতৃত্ব দিচ্ছেন।

বাংলাদেশ সময় ১২১৫ঘণ্টা, আগস্ট ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।