ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ইসরায়েল থেকে মিসরের রাষ্ট্রদূত প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৩, আগস্ট ২০, ২০১১
ইসরায়েল থেকে মিসরের রাষ্ট্রদূত প্রত্যাহার

কায়রো: ইসরায়েল এবং মিসরের সীমান্ত এলাকায় পাঁচজন পুলিশ নিহত হওয়ার ঘটনায় ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে মিসর।  

বৃহস্পতিবার পাঁচজন মিসরীয় পুলিশ নিহত হয়।

এদের মধ্যে তিনজন গুলিতে এবং দুজন আহত হওয়ার পরে শুক্রবার হাসপাতালে মারা যায়। এর আগে মিসর আনুষ্ঠানিকভাবে এই হত্যাকান্ডের জন্য ইসরায়েলের কাছে অভিযোগ করে।

বৃহস্পতিবারে সংঘটিত ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলার জন্য ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি জঙ্গিদের দায়ী করে তাদের পিছু ধাওয়া করলে এতে পাঁচজন মিসরীয় পুলিশ নিহত হয়। এর জের ধরেই ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিলো মিসর।  

কায়রো এই হত্যাকান্ডের জন্য ইসরায়েলকে দায়ী করে এর জন্য তদন্ত এবং ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ এই হত্যাকান্ড তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছে।

মিসরীয় সরকারের একজন মুখপাত্র জানান, আমরা তদন্তের ফলাফল না দেখা পর্যন্ত  ইসরায়েল থেকে আমাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত বহাল থাকবে। মিসর থেকে ইসরায়েলি রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেওয়ার দাবিতে কায়রোতে ইসরায়েলি দূতাবাসের বাইরে রাতভর অনেক মিসরীয় প্রতিবাদকারী বিক্ষোভ করেছে।

ফিলিস্তিনি জঙ্গিরা বৃহস্পতিবার মিসরের সিনাই উপত্যকা থেকে ইসরায়েলের দক্ষিণাঅঞ্চলে ঢুকে এক হামলা চালায়। এ হামলায় আটজন ইসরায়েলি নাগরিক নিহত হয়। এরপর ইসরায়েলি সেনাদের পাল্টা অভিযানে ওই পাঁচ মিসরীয় পুলিশ নিহত হয়। এরপর থেকে ইসরায়েল একের পর বিমান হামলা চালিয়ে গাজা উপত্যকায় গত দুইদিনে কমপক্ষে ১৪ জন নিরাপরাধ ফিলিস্তনিকে হত্যা করেছে।

গাজায় হামাস শাসিত স্বাস্থ্যমন্ত্রণালয় থেকে এই হত্যাকান্ডের জন্য ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ এনেছে। শুক্রবার ফিলিস্তিনি জঙ্গিরা ইসরায়েলকে লক্ষ্য করে ২০টিরও বেশি রকেট ছোড়ে।

উল্লেখ্য, ইসরায়েল থেকে মিসর রাষ্ট্রদূত প্রত্যাহার করলে সমগ্র মুসলিম বিশ্ব থেকে আরাদ হয়ে যাবে ইসরায়েল। ইসরায়েল বরাবরই সিনাই উপত্যকা ইস্যুতে নীরিহ ফিলিস্তিনিদের ওপর হামলা চালায়। প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফিলিস্তিনি মারা যায় ইসরায়েলি সেনার গুলিতে বা ক্ষেপনাস্ত্র হামলায়।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।