ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ায় আবারও আসাদ বাহিনীর হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৩, আগস্ট ২০, ২০১১
সিরিয়ায় আবারও আসাদ বাহিনীর হামলা

নিকোশিয়া: সিরিয়ার বিক্ষোভকারীদের ওপর আবারও হামলা চালিয়েছে দেশটির সরকারি বাহিনী। শুক্রবারের এ হামলায় অন্তত ৩১ জন বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানিয়েছে বিক্ষোভকারীরা।

এসময় বিক্ষোভকারীরা জুমার নামাজের পর প্রায় দশ হাজার মানুষ নিয়ে আসাদ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছিল।

মানবাধিকার সংস্থাগুলো বলছে, সিরিয়ার দক্ষিণ প্রদেশ দারাতে সরকারি বাহিনীর হামলায় অন্তত ২৫ জন মারা গেছে। মৃতদের মধ্যে একজন ১১ বছরের শিশু ও ৭২ বছর বয়সী এক বৃদ্ধও আছে।

নিরাপত্তা বাহিনী হোমসে আরও ১৩ জন বেসামরিক মানুষকে হত্যা করেছে বলেও অভিযোগ করে তারা।
 
কয়েকদিন আগেই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সকল প্রকার অভিযান বন্ধের ঘোষণা দিয়েছিল। জাতিসংঘকে দেওয়া এক বার্তায় তিনি এ তথ্য জানান। পরবর্তীতে জাতিসংঘ সিরিয়াতে মানবতা কর্মসূচি কমিটিকে তদন্তের জন্য পাঠানোর পরিকল্পনা নেয়। শনিবার সিরিয়াতে জাতিসংঘের তদন্ত দলের যাওয়ার কথা ছিল। কিন্তু শুক্রবারই আবারও আসাদ বাহিনী হামলা চালালো প্রতিবাদকারীদের ওপর।

জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলোর মতে, মার্চ থেকে সিরিয়াতে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভে এ পর্যন্ত দুই হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।