ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

আফগানিস্তানে বাস দুর্ঘটনায় ৩৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৯, আগস্ট ২০, ২০১১
আফগানিস্তানে বাস দুর্ঘটনায় ৩৫ জন নিহত

কাবুল: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে এক বাস দুর্ঘটনায় অন্তত ৩৫ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। কান্দাহারের প্রাদেশিক কর্তৃপক্ষ এই দুর্ঘটনার খবরের সত্যতা নিশ্চিত করেছে।



প্রাদেশিক কর্তৃপক্ষ আরও জানায়, বাসটি কান্দাহার শহরের মূল সড়ক দিয়ে যাচ্ছিল। গাড়িটি গতি নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।

আফগানিস্তানে সড়ক দুর্ঘটনা খুবই সাধারন ব্যাপার। প্রায়শই ঘটা দুর্ঘটনার জন্য খারাপ রাস্তা এবং চলাচলে অনুপোযোগী গাড়ির দোষ দেওয়া হয়।
 
কান্দাহারের জনস্বাস্থ্য কর্মকর্তা আবদুল কাইয়ুম পোখলা বলেন, শনিবার সকালে দুর্ঘটনাস্থল থেকে ৩৫ জনের মৃতদেহ এবং আহত ২৪ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।