ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

টাইম স্কয়ারে বোমা হামলা সহায়তাকারী পাকিস্তানি নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৭, আগস্ট ২০, ২০১১
টাইম স্কয়ারে বোমা হামলা সহায়তাকারী পাকিস্তানি নাগরিক

ওয়াশিংটন: যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অর্থ পাচারের দায়ে মোহাম্মদ ইউনিস (৪৫) নামে একজন পাকিস্তানিকে দোষী সাব্যস্ত করেছে যুক্তরাষ্ট্রের আদালত।

যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয় জানিয়েছে,  ইউনিসের পাঠানো ওই অর্থ ব্যবহার করেই ফয়সাল শাহজাদ নামে একজন পাকিস্তানি বংশোদ্ভূত আমেরিকান ২০১০ সালের ১ মে টাইম স্কয়ারে গাড়ি বোমার রসদ যুগিয়েছিল।

ফয়সাল শাহজাদ এখন মার্কিন কারাগারে যাবজ্জীবন শাস্তি ভোগ করছেন।

নিউইয়র্কের আইনজীবি প্রিট ভরারা জানান,এই রায়ের মাধ্যমে আমরা একটি পরিষ্কার বার্তা পৌঁছাতে সক্ষম হয়েছি যে,  সন্ত্রাসবাদী কার্যকলাপ বাস্তবায়নের অর্থ কিভাবে আসে এর তদন্তে আমরা কোন চেষ্টার ত্রুটি করছি না।

দ্য ন্যাশনে বলা হয়,  ইউনিস ‘হাওলা’ পদ্ধতিতে ওই অর্থ পাচার করেছিলেন। ‘হাওলা’ পদ্ধতিতে প্রাপকের হাতে সরাসরি টাকা না পৌঁছে টাকার সমমূল্যের বস্তু বা দ্রব্য পৌঁছানো হয়।

বিচার মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২০১০ সালের ১০ এপ্রিল ইউনিস ওই ধরণের দুটি লেনদেন সম্পন্ন করেন। যার মাধ্যমে দুজন প্রাপকের কাছে কয়েক হাজার ডলার পৌঁছে যায়।

ওই আইনজীবি আরও জানান, ওই দুজন প্রাপকের একজন হলেন ফয়সাল শাহজাদ। ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফয়সাল শাহজাদ ২০১০ সালের জুন মাসে টাইম স্কয়ারে গাড়ি বোমা হামলা চালানোর চেষ্টার অভিযোগে অভিযুক্ত হন।

নভেম্বরের ৩০ তারিখে ইউনুসের সাজা কার্যকর হওয়ার কথা রয়েছে। তাকে সর্বোচ্চ পাঁচ বছরের জেল এবং আড়াই লাখ ডলার অথবা ওই লেনদেনের ফলে তার যে পরিমাণ লাভ বা ক্ষতি হয়েছে তার দ্বিগুণ অর্থ জরিমানা দিতে হবে।  

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।