ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

কানাডায় বিমান দুর্ঘটনায় ১২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০০, আগস্ট ২১, ২০১১
কানাডায় বিমান দুর্ঘটনায় ১২ জন নিহত

মন্ট্রিল: কানাডার আর্কটিক অঞ্চলে একটি বোয়িং ৭৩৭ বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। শনিবার স্থানীয় সময় বেলা দেড়টায় এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় পুলিম কর্তৃপক্ষ জানায়।

দুর্ঘটনায় নিহত ১২ জন এবং আহত হয়েছেন তিন জন।

কানাডার ইয়োলোনাইফ এলাকা থেকে বিমানটি ছেড়ে আসার পরপরই দুর্ঘটনার কবলে পড়ে। এখন পর্যন্ত জানা যায়নি যে ঠিক কি কারণে বিমানটি দুর্ঘটনার মুখোমুখি হয়েছে।

কানাডা পুলিশ বলছে, বিমানটিতে চারজন বিমান ক্রুসহ মোট ১৫জন যাত্রী ছিল। এদের মধ্যে ১২ জনই নিহত হয়েছেন। উদ্ধারকার্যের জন্য বিশেষ বাহিনী দুর্ঘটনাস্থলে পৌছেছে।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানায়, বিমানটি রিসোল্ট বে বিমানবন্দরের কাছেই একটি ছোটো পাহাড়ের সঙ্গে ধাক্কা খায়।

উদ্ধারকার্য চলার কারণে পুলিশ কর্তৃপক্ষ এখন পর্যন্ত দুর্ঘটনা সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, আগস্ট ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।