ওয়াশিংটন: আফগানিস্তানে গত নয় বছরের যুদ্ধে ২ হাজার বিদেশি সেনা নিহত হয়েছে। সোমবার একটি ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
২০০১ সালে মার্কিন নেতৃত্বে শুরু হওয়া যুদ্ধে নিহতদের মধ্যে ১ হাজার ২২৬ জন মার্কিন এবং ৩৩১ জন ব্রিটিশ।
ওয়েবসাইটে জানানো হয়, বর্তমানে আফগানিস্তানে নিয়োজিত ন্যাটো নেতৃত্বাধীন বাহিনীতে এক লাখ ৪০ হাজার সেনা নিয়োজিত রয়েছে।
এদিকে আফগানিস্তানে নিয়োজিত যুক্তরাস্ট্রের কমান্ডার জেনারেল ডেভিড পেটরাউস ২০১১ সালের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণার প্রত্যাখ্যান করেছেন। তার মতে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনা মোতায়েন থাকা উচিত। এনবিসি টেলিভিশনে রোববার দেওয়া এক সাক্ষাতকারে কমান্ডার এ মতামত দেন।
কমান্ডার বলেন, ‘প্রেসিডেন্ট বারাক ওবামা আফগানিস্তান থেকে যুক্তরাস্ট্র্রের সেনা প্রত্যাহার শুরুর কথা বলেছেন। এতে সহিংসতা বাড়বে। ’
পেটরাউস বলেন, ‘আমি মনে করি প্রেসিডেন্ট বলতে চেয়েছেন এটি একটি প্রক্রিয়া। তা এখনই হচ্ছেনা। পরিস্থিতির ওপর বিষয়টি নির্ভর করবে। তবে আমি তালেবানদের সঙ্গে সমঝোতার জন্য প্রস্তুত আছি। ’
গত জুলাই মাসে আফগানিস্তানে দায়িত্বে নিয়োজিত হন পেটরাউস। আফগানিস্তানের সাবেক কমান্ডারকে বরখাস্ত করে ওবামা পেটরাউসকে দায়িত্ব দেন।
তবে ২০১১ সালের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণায় বিরোধীদের সমালোচনার মুখে পড়েছেন ওবামা।
বাংলাদেশ সময়: ১৬২০ঘণ্টা,আগস্ট ১৬,২০১০