স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রে পৌঁছান মে। শুক্রবার (২৭ জানুয়ারি) তিনি হোয়াইট হাউসে যাবেন।
যুক্তরাষ্ট্রে পৌঁছেই মে ফিলাডেলফিয়ায় ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির একটি সম্মেলনে বক্তৃতা করেন। সেখানে ট্রাম্পযুগের পত্তনে তার হাত ধরেই যুক্তরাষ্ট্রের মিত্রদের এগিয়ে এসে নিজ নিজ ভূমিকা যথাযথভাবে পালনের আহ্বান জানান তিনি।
মে বলেন, বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের মিত্রদের আগের মতোই এগিয়ে আসতে হবে। থেরেসা মে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্ক ধরে রাখতে তার দৃঢ় প্রত্যয়ের কথাও ব্যক্ত করেন।
তবে, সামরিক জোট ন্যাটোসহ কিছু বিষয়ে ট্রাম্পের দৃষ্টিভঙ্গির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে সতর্কতা দেন মে, নয়া প্রেসিডেন্ট যেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ না হয়ে যান। আর ওয়াশিংটন যেন অন্যের সঙ্গে সম্পর্ক রাখে কিন্তু সন্তর্পণে।
গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়া ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে আসা থেরেসা মে’ও ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী। গত বছরের মাঝামাঝিতে ব্রেক্সিটের (ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়া) পরপরই নতুন নির্বাচনে জিতে দায়িত্ব নেন মে।
বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এইচএ/