সিউল: দক্ষিণ কোরিয়ার একটি চিকিৎসা দল মঙ্গলবার উত্তর কোরিয়ায় গেছেন। দু দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে গততিন মাস ধরে সীমান্ত অতিক্রম নিষিদ্ধ আছে।
দক্ষিণ কোরিয়ার ইউনিফিকেশন মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, একজন চিকিৎসক এবং চার জন ত্রান কর্মী উত্তর কোরিয়ার সীমান্তবর্তী শহর কাইজং এ গেছেন। তারা সেখানে তিন লাখ ৪০ হাজার ডলারের ম্যালেরিয়া প্রতিষেধক বিতরণ করবেন।
মন্ত্রণালয় বার্তা সংস্থা এএফপিকে জানান, উত্তর কোরিয়ার কর্তৃপক্ষের কাছে ত্রান সামগ্রী পৌছে দিয়ে দলটি আজকেই দেশে ফিরবে। সীমান্তে যাতে ম্যালেরিয়া ছড়াতে না পারে সে জন্য ওই ওষুধ সামগ্রী পাঠানো হয়েছে।
দক্ষিণ কোরিয়ার একটি যুদ্ধ জাহাজ ডুবির ঘটনায় উত্তর কোরিয়াকে অভিযুক্ত করায় গত মে মাসে দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও উত্তর কোরিয়া কঠিন ভাবে ওই অভিযোগের প্রত্যাখ্যান করেছে।
বাংলাদেশ সময়: ১৩২০ঘণ্টা, আগস্ট ১৭, ২০১০