ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

তিব্বতী দুই ভিক্ষুকে কারাদন্ড দিয়েছে চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৩, আগস্ট ৩১, ২০১১
তিব্বতী দুই ভিক্ষুকে কারাদন্ড দিয়েছে চীন

বেইজিং: সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে একজন ভিক্ষু নিজেকে আগুনে আত্মহুতি দেওয়ার ঘটনায় চীনের একটি আদালত দুজন তিব্বতীয় ভিক্ষুকে কারাদন্ড দিয়েছে।

চীনা কর্তৃপক্ষ জানায়, কীর্তি আশ্রমের রিগজিন ফুনটসগ নামের একজন ভিক্ষু গত ১৬মার্চ আগুনে আত্মহুতি দেন।



চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, তেজেরিং তেনজিং এবং তেনচাম  নামের দুজন ভিক্ষুকে যথাক্রমে ১৩ এবং ১০ বছর করে  কারাদন্ড দেয় আদালত।

সোমবার এই আত্মহুতির ঘটনায় আরেকজন ভিক্ষুকে ১১ বছরের কারাদন্ড দেয় আদালত।

ফুনটসগের কাকা দোরংদ্রুর বিরুদ্ধে অভিযোগ রয়েছে আগুনে আত্মহুতি দেওয়ার আগে তিনি ফুনটসগকে লুকিয়ে রেখেছিলেন এবং ফুনটসগ আগুনে পোড়ার পর ১১ ঘন্টার মধ্যে ও তিনি কোন ডাক্তার ডাকেননি।

তবে ঘটনার প্রকৃত কারণ এখনও পরিষ্কার নয়। যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে নিজেদের ইচ্ছেমত শাস্তি প্রদানের অভিযোগ তোলার পর ভিক্ষুদের এই কারাদন্ডের আদেশ আসলো।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, যেসব নীতির কারণে ওই অঞ্চলে উত্তেজনা বাড়ছে আমরা চীনা নেতাদের অনুরোধ করবো সেসব  নীতি বাদ দিয়ে তিব্বতের স্বতন্ত্র ভাষা, সংস্কৃতি এবং ধর্মীয় পরিচিতি রক্ষায় নীতি প্রণয়নে উদ্যোগী হতে।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।