ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

লিবিয়ার বিদ্রোহী সরকারকে স্বীকৃতি দিলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৬, সেপ্টেম্বর ১, ২০১১
লিবিয়ার বিদ্রোহী সরকারকে স্বীকৃতি দিলো রাশিয়া

মস্কো: লিবিয়ার বিদ্রোহী সরকারকে আনুষ্ঠনিকভাবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।



রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে আরও বলা হয়, লিবিয়ার জাতীয় অর্ন্তবর্তী পরিষদ (এনটিসি) লিবিয়ার বৈধ প্রশাসন। সাধারণ নির্বাচনের ভেতর দিয়ে সরকার গঠনে এবং সংবিধান পরিবর্তনে তারা ভূমিকা পালন করতে পারবে।

রাশিয়া ১৯৫৫ সালের ৪ সেপ্টেম্বর থেকেই লিবিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখছে। যে সরকারই লিবিয়ার ক্শতায় আসুক তা আমাদের সম্পর্কে চির ধরাবে না বলেও ওই বিবৃতিতে জানানো হয়।

এনটিসিকে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ স্বীকৃতি দেওয়ার পরই রাশিয়া স্বীকৃতি দিলো। একই দিনে ‘লিবিয়ার বন্ধু’ শিরোনামে ফ্রান্সের রাজধানী প্যারিসে লিবিয়ার ভবিষ্যত প্রশ্নে পশ্চিমা নেতারা মিলিত হচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।