ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিআইয়ের নথি প্রকাশের দাবি উইকিলিকসের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
সিআইয়ের নথি প্রকাশের দাবি উইকিলিকসের উইকিলিকস ও সিআইএ লোগো

ঢাকা: অভিযোগ রয়েছে, ম্যালওয়ার সিস্টেমের মাধ্যমে আইফোন, অ্যান্ড্রয়েড সিস্টেম, মাইক্রোসফট ও স্যামসাং স্মার্ট টিভির বিভিন্ন ডিভাইসের তথ্য চুরি করে আসছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ।

এবার সেসব গোপন নথি ও হ্যাকিং কলাকৌশল ফাঁস করেছে উইকিলিকস। গতকাল (০৮ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।



উইকিলিকস জানিয়েছে, তাদের কাছে পৌঁছানো নথিতে দেখা গেছে অধিকাংশ তথ্যই হ্যাক করার কৌশল। নানা ধরনের কোড লেখা রয়েছে।  

তবে এর সঙ্গে আরও অনেক প্রতিষ্ঠান জড়িত রয়েছে বলে উইকিলিকসের পক্ষ  থেকে অভিযোগ করা হয়েছে।  

এর মাধ্যমে সাইবার অপরাধ আরও বিস্তৃতি লাভ করবে বলে ধারণ‍া করা হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ০২২২ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭ 
এএম/এসএনএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।