ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

আফগান জঙ্গিদের হাতে জিম্মি ৩০ পাকিস্তানি শিশু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৪, সেপ্টেম্বর ২, ২০১১
আফগান জঙ্গিদের হাতে জিম্মি ৩০ পাকিস্তানি শিশু

ইসলামাবাদ: আফগান জঙ্গিদের হাতে জিম্মি হয়ে আচে ৩০ পাকিস্তানি শিশু। শিশুরা ঈদ উপলক্ষ্যে বনভোজনে গেলে আফগান জঙ্গিদরা তাদের জিম্মি করে।

পাকিস্তানি সরকারি কর্মকর্তারা জানান, ওই শিশুরা ভূলক্রমে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে ঢুকে পড়লে আফগান জঙ্গিরা তাদের পণবন্দী করে রাখে।

একটি টেলিভিশন চ্যানেল একজন কর্মকর্তার বরাত দিয়ে জানায়, ওই শিশুরা পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত বাজাউর অঞ্চলের। ওই কর্মকর্তা জানান, কোন জঙ্গি গোষ্ঠী তাদের জিম্মি করে রেখেছে এটা এখনও পরিষ্কার নয়।  

পাকিস্তান সেনাবাহিনী জানায়, তেহরিক-ই-তালেবান পাকিস্তানের উপ-প্রধান মৌলভী ফকির আহম্মদ যিনি বাজাউরের অধিবাসী, এখন কানাউর থেকে এর কার্যক্রম পরিচালনা করছেন।    

কর্মকর্তারা জানান, বয়স্ক আদিবাসী পরিষদ ‘জিরগার’ সদস্যদের ওই শিশুদের মুক্তির ব্যাপারে আফগানিস্তানে পাঠানো হয়েছে। পাকিস্তানের একটি টেলিভিশনের খবরে বলা হয়, জঙ্গিরা পাঁচটি গাড়িতে করে এসে শিশুদের অজানা গন্তব্যে নিয়ে যায়। ওই শিশুদের মুক্তির ব্যাপারে আশু পদক্ষেপ  নেওয়ার জন্য আদিবাসী নেতাদের বলা হয়েছে।

পাকিস্তানের একটি আঞ্চলিক টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়, সরকার এবং  আদিবাসী নেতারা ওই শিশুদের মুক্ত করতে ব্যর্থ হলে তাদের দিয়ে জঙ্গিরা আত্মঘাতী হামলা চালাতে পারে।

শিশুদের বাবা-মারা সরকারের কাছে তাদের নিরাপদে বাড়ি ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেছেন।    

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।