কাঠমান্ডু: দেশের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ভোট গ্রহণের প্রক্রিয়া আবারও পিছিয়েছে নেপালের পার্লামেন্ট। বুধবার একজন কর্মকর্তা এ তথ্য জানান।
শনিবার মাওবাদীদের একজন পার্লামেন্টের সদস্য নিহত হন। তার শোক পালনের জন্যই দলের নেতারা সময় চায়। ফলে নির্বাচনের পূর্ব নির্ধারিত সময় স্থগিত হয়ে যায়।
বুধবার বিকেলে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের সময় নির্ধারণ করা হয়। মাওবাদীদের চাপের মুখে সাবেক প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল পদত্যাগ করার ছয় সপ্তাহ পর এ সময় নির্ধারণ করা হয়।
পার্লামেন্ট সচিবালয়ের কর্মকর্তা লাভা প্রসাদ গৌতম বার্তাসংস্থা এএফপিকে বলেন, “পার্লামেন্টের এক সদস্যের মৃত্যুর কারণে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজ (বুধবার) বিকালের নির্বাচন মূলতবি রাখা হয়েছে। ” তবে নির্বাচনের নতুন কোনো তারিখ এখনও পর্যন্ত নির্ধারিত হয়নি।
মাওবাদী নেতা পুষ্প কমল দহল প্রধানমন্ত্রী পদে লড়াই করছেন বিরোধী নেপালি কংগ্রেসের নেতা রাম চন্দ্র পৌদেলের সঙ্গে। এ নির্বাচনের আগে নেপালের রাজনৈতিক নেতারা চার বারের মতো নতুন সরকার গঠনে ব্যর্থ হন।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৪১৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১০