বেইজিং: উত্তর কোরিয়ার একটি বিমান চীনের সীমান্ত এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় বিধ্বস্ত হয়েছে। চীন ও দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
এ ঘটনায় একজন ওই বিমানের চালক নিহত হয়েছেন। দক্ষিণ কোরিয়ার বার্তাসংস্থা ইয়োনহ্যাপ নাম প্রকাশে অনিচ্ছুক একজনের উদ্ধৃতি দিয়ে জানায়, বিমানচালক নিজ দেশের পক্ষ (উত্তর কোরিয়া) ত্যাগ করে রাশিয়ার উদ্দেশে যাচ্ছিলেন।
মঙ্গলবার সন্ধ্যায় চীনের লিয়াওনিং প্রদেশের ফুশুন কাউন্টিতে ওই বিধ্বস্তের ঘটনাটি ঘটে। বিমানটি সোভিয়েত সরকারের আমলে তৈরি।
নিজ দেশের পক্ষ ত্যাগের ঘটনা অহরহ ঘটলেও তা বিমানের সাহায্যে অস্বাভাবিক। ঘটনাটি পিয়ংইয়ং এর জন্য বেশ অস্বস্তির কারণ হতে পারে।
চীনের সঙ্গে উত্তর কোরিয়ার একটি প্রত্যাবাসন চুক্তি রয়েছে। এর মাধ্যমে জানা যেতে পারে ওই বিমানচালক কেন রাশিয়ায় যাওয়ার চেষ্টা করছিলেন।
চীনের সীমান্তের কাছে সিনুইজু অঞ্চলে উত্তর কোরিয়ার একটি সামরিক বিমানঘাঁটি রয়েছে।
চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, বিমান বিধ্বস্তের ঘটনার তদন্ত চলছে।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৬২৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১০