ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাক্কা বিমান ঘাঁটি দখলে নিলো মার্কিন সমর্থিত বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
রাক্কা বিমান ঘাঁটি দখলে নিলো মার্কিন সমর্থিত বাহিনী রাক্কা বিমান ঘাঁটি পুনর্দখলে, ছবি: সংগৃহীত

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দখলে থাকা রাক্কার বিমান ঘাঁটি পুনর্দখলে নিয়েছে সিরীয় কুর্দি ও আরব যোদ্ধাসহ মার্কিন সমর্থিত বাহিনী।

মার্কিন বাহিনীর সহায়তায় দখলে নেওয়া হয়েছে বলে সোমবার (২৭ মার্চ) বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়।

সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স (এসডিএফ) ও একটি পর্যবেক্ষক দল জানায়, স্থানীয় সময় রোববার সন্ধ্যায় রক্কার তাবকা বিমান ঘাঁটি দখলে নেওয়া হয়েছে।


 
গত বুধবার বিমান ঘাঁটি পুর্নদখলের লক্ষ্যে মার্কিন হেলিকপ্টার যোগে শত-শত যোদ্ধা আইএস মোকাবেলায় যুদ্ধ শুরু করে।

নিজেদের ঘোষিত আইএসের ‘রাজধানী’ হিসেবে পরিচিত রাক্কার বিমান ঘাঁটি পুনর্দখলে নেওয়ার ঘটনা আইএসের বিরুদ্ধে পরিচালিত সিরীয় ও মার্কিন সমর্থিত যোদ্ধাদের গুরুত্বপূর্ণ অর্জন বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।