ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

জুতা আনতে বিমান ব্যবহার করেন মায়াবতী: উইকিলিকস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৯, সেপ্টেম্বর ৫, ২০১১
জুতা আনতে বিমান ব্যবহার করেন মায়াবতী: উইকিলিকস

লক্ষ্মৌ: ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী মায়াবতী মুম্বাই থেকে জুতা নিয়ে আসার কাজেই কেবল বিমান ব্যবহার করেন। যুক্তরাষ্ট্রের গোপন কূটনৈতিক তারবার্তা প্রকাশের পর এ তথ্য  জানা গেছে।



সাড়া জাগানো ভিন্নধারার গণমাধ্যম উইকিলিকস এ তথ্য প্রকাশ করেছে। কুমারী মায়াবতী লাখ লাখ দলিত মানুষের প্রতীক। উত্তরপ্রদেশ ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য। একইসঙ্গে সবচেয়ে গরীব রাজ্যগুলোর মধ্যেও একটি।

তবে মায়াবতীর কার্যালয় থেকে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি। রাজ্য সরকারের একজন কর্মকর্তা বিবিসিকে জানান, সরকার এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া করতে চায় না।

তারবার্তায় বলা হয়েছে, যখনই মায়াবতীর জুতার দরকার হয় তখনই উত্তরপ্রদেশ থেকে মুম্বাইয়ে একটি যাত্রীবিহীন বিমান পাঠানো হয় পছন্দের জুতা নিয়ে আসার জন্য।

এতে আরও বলা হয়, ‘আততায়ীর হাতে প্রাণ হারানোর শঙ্কায় মুখ্যমন্ত্রী তার নিরাপত্তা নিয়ে চিন্তিত। তার কর্মচারীরা পরীক্ষা করা না পর্যন্ত তিনি কোনো খাবার খান না। মায়াবতী রাজ্যের সব ক্ষমতা কুক্ষিগত করে রেখেছেন। তিনি ও তার ক্ষুদ্র উপদেষ্টা পরিষদই সব সিদ্ধান্ত নিয়ে থাকেন। মায়াবতীকে ঘিরে সবসময় বিতর্ক থাকলেও তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। বিগত বছরগুলোয়  রাজ্যের রাজধানী লক্ষ্মৌসহ নোইদা, দিল্লির উপকণ্ঠে তার পার্ক নির্মাণ করেছেন। এগুলো তিনি নিজের মূর্তিও স্থাপন করেছেন। সাধারণত কোনো বিশেষ ব্যক্তির মৃত্যুর পর তার মূর্তি স্থাপনে রীতি রয়েছে। তবে মায়াবতীর মতে, সেই রীতি পুরনো হয়ে গেছে।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।