ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সমকামী সম্প্রদায়ের ‘রংধনু’ পতাকা প্রণেতার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
সমকামী সম্প্রদায়ের ‘রংধনু’ পতাকা প্রণেতার মৃত্যু গিলবার্ট বেকার, ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকো শহর ভিত্তিক সমকামী সম্প্রদায়ের প্রতীক ‘রংধনু’ পতাকা প্রণেতার গিলবার্ট বেকার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর।

স্যান ফ্রান্সিসকো জানায়, নিউইয়র্কের বাসায় স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ঘুমন্ত অবস্থায় পতাকা শিল্পী বেকার না ফেরার দেশে চলে যান।

গিলবার্ট বেকার ১৯৭৮ সালে প্রাথমিকভাবে আট রং বিশিষ্ট সমকামী সম্প্রদায়ের স্বাধীনতার প্রতীক হিসেবে রংধনু পতাকার নকশা করেন।

তার এই মৃত্যুতে শুক্রবার সন্ধ্যায় স্যান ফ্রান্সিসকোতে মোমবাতি প্রজ্জ্বলনের আয়োজন করা হয়েছে।

দেশটির নাট্যকার ডুসটিন ল্যান্স ব্ল্যাক এক টুইট বার্তায় জানান, গিলবার্ট আমাদের রংধনু পতাকার মাধ্যমে ঐক্যবদ্ধ করেছে, আবারও করবে। আমাদের বিশ্ব তুমি ছাড়া রংহীন, ভালোবাসাহীন।

ক্যালিফোর্নিয়া রাজ্যের সিনেটর স্কট ওয়েনার বলেন, বেকারের কাজ সমকামীদের আধুনিক আন্দোলনকে বেগবান করেছে।

গিলবার্ট বেকারের মূল পতাকা আট রঙা। প্রতিটি রং মানবতার ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রতিনিধিত্ব করে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।