ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ায় মেট্রো স্টেশনে ‘আত্মঘাতী’ হামলায় নিহত বেড়ে ১১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৬ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
রাশিয়ায় মেট্রো স্টেশনে ‘আত্মঘাতী’ হামলায় নিহত বেড়ে ১১ রাশিয়ায় মেট্রো স্টেশনে ‘আত্মঘাতী’ হামলায় নিহত বেড়ে ১১

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের মেট্রো স্টেশনে হামলাকে ‘আত্মঘাতী’ বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ওই হামলায় শেষ খবর পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। হামলায় আহত হয়েছেন প্রায় অর্ধ-শতাধিক।

স্থানীয় সময় সোমবার (০৩ এপ্রিল) বিকেলে সেন্নায় পোলশাদ স্টেশনের একটি সাবওয়ে কারে এ হামলা হয়। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

হামলার কয়েক ঘণ্টা পরই এক সন্দেহভাজন হামলাকারীর ছবি প্রকাশ করে কর্তৃপক্ষ। ছবিতে দেখা যায়, কালো রংয়ের পোশাক পরিহিত ওই ব্যক্তির মুখ ভর্তি লম্বা দাঁড়ি, মাথায় হ্যাট।  

এছাড়া হামলাকারী মধ্য এশীয় বংশোদ্ভূত বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। তবে তার নাম জানা যায়নি।

এদিকে ‘ন্যাক্কারজনক’ ওই হামলার ঘটনায় তিনদিনের শোক ঘোষণা করেছে সেন্ট পিটার্সবার্গ কর্তৃপক্ষ।  

সোমবারের হামলার সময় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেন্ট পিটার্সবার্গেই ছিলেন। রাতেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।

রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভিদেভ এক ফেসবুক পোস্টেে এ হামলাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে দাবি করেছেন।

২০১০ সালে মস্কোয় মেট্রো ট্রেনে দুই নারীর আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
আরআর/জেডএস
**রাশিয়ায় স্টেশনে সন্দেহভাজন হামলাকারীর ছবি প্রকাশ

**রাশিয়ায় মেট্রো স্টেশনে বিস্ফোরণে নিহত ১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।