ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লাহোরে বোমা বিস্ফোরণে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৬ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
লাহোরে বোমা বিস্ফোরণে নিহত ৪

পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে বোমা বিস্ফোরণে অন্তত ৪ জন নিহত হয়েছেন। আদমশুমারি কর্মকর্তাদের লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে বলে হামলার ধরণে অনুমান করা হচ্ছে।

বুধবার (০৫ এপ্রিল) সকালের হামলার বিষয়ে পাঞ্জাব প্রাদেশিক আইনমন্ত্রী রানা সানাউল্লাহ বলেন, এটি সন্ত্রাসী হামলার ধরণ। নিহতদের মধ্যে দুইজন সৈনিক ও দুইজন বেসামরিক।

বিস্ফোরণের পর ঘটনাস্থলে উদ্ধারকর্মী ও পুলিশ উপস্থিত হয়েছে। তারাও হামলাটিকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ হিসেবে দাবি করেছেন।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।  

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।