ঢাকা, শুক্রবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

দিল্লীতে ৪.২ রিকটার স্কেলে ভূমিকম্প

অন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৫, সেপ্টেম্বর ৮, ২০১১
দিল্লীতে ৪.২ রিকটার স্কেলে ভূমিকম্প

নয়াদিল্লী: ভারতের রাজধানী নয়াদিল্লী ও তার আশপাশের এলাকায় বুধবার রাত ১১টা ২৮ মিনিটে ৪.২ রিকটার স্কেলে ভূমিকম্প অনুভূত হয়েছে। এ সময় ভয়ে মানুষ তাদের ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে।



ভূমিকম্পের উৎপত্তিস্থল হরিয়ানা রাজ্যের শনিপাত এলাকায় বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। তবে ভূমিকম্প মাত্র ১০ সেকেন্ড স্থায়ী ছিল।

ভূ-বিজ্ঞান মন্ত্রণালয়ের সচিব শাইলেশ নায়েক এবং ডিরেক্টর জেনারেল অজিত তিয়াগি পিটিআইকে জানান, ৪.২ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল হরিয়ানা রজ্যের শনিপাত এলাকায়।

ভূকম্পন অনুভূতি হওয়ার সঙ্গে সঙ্গে এলাকাবাসী ঘর থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।

অগ্নি নির্বাপক এবং পুলিশের একাধিক সূত্র জানায়, ঘটনাস্থল থেকে কোনো ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভূমিকম্প শুরুর প্রথমদিকে বেশ জোরে ঝাঁকুনি দেয়। ফলে মানুষ আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসে।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।