ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সাক্ষীর মুখ ঢেকে রাখা যাবে না: অস্ট্রেলিয়ার আদালত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১০
সাক্ষীর মুখ ঢেকে রাখা যাবে না: অস্ট্রেলিয়ার আদালত

অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়ার একজন বিচারক একটি প্রতারনার মামলার বিচার কাজ করার সময় এক মুসলিম নারী সাক্ষীর মুখ থেকে পর্দা সরানোর নির্দেশ দিয়েছেন।

মামলার সাক্ষ্য সঠিক ভাবে অনুধাবনের জন্য সাক্ষীর মুখের ভঙ্গি দেখা জরুরি ছিল বলে বাদীপক্ষ জানান ।



বিচারক শাউনা দিয়ান নারী সাক্ষীকে আদেশ দেন মুখের নেকাব সরিয়ে ফেলতে। তিনি বলেন , এটি একটি অস্ট্রেলিয়ার আদালত, কোনো ইসলামিক আদালত নয়।

৩৬ বছর বয়স্ক তাসনিম ১৭ বছর বয়স থেকে বোরকা পরেন। তিনি পরিবারের বাইরের কাউকে নিজের মুখ দেখান না। তাসমিন ওই আদেশে অসস্তি বোধ করছেন, বলে আইনজীবী জানিয়েছেন।

কিন্তু প্রতিরক্ষা দল বিরোধিতা করে বলেন, জুরির তার মুখ দেখতে পাওয়া উচিত, যাতে তিনি কি বলছেন এটা দেখতে বিচারকের সমস্য না হয়। তারা আরও বলেন , ইসলামিক আদালতে প্রত্যেক নারীর মুখের পর্দা সরিয়ে উপস্থিত হতে হবে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১২১৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।