আহত হয়ে এখনো হাসপাতালে রয়েছে ৩৬ জন, এর মধ্যে ২১ জনের অবস্থা আশঙ্কাজনক।
আইএস সংশ্লিষ্ট সংবাদ সংস্থা আমাক রোববার (০৪ জুন) জঙ্গি গোষ্ঠীটির এ দাবির খবরটি দিয়েছে।
এদিকে হামলার ঘটনায় পূর্ব লন্ডনের একটি ফ্ল্যাট থেকে ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্কটল্যার্ন্ড ইয়ার্ড জানিয়েছে, তিন হামলাকারীর একজনের বার্কিং এলাকার ফ্ল্যাটে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। বার্কিংয়ের আরো কয়েকটি জায়গায় এখন অভিযান অব্যাহত রয়েছে।
এছাড়া হামলাকারীদের একজনের ছবি দেখে প্রতিবেশীরা চিনতে পেরেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
হামলায় নিহতদের নামপরিচয় এখনো শনাক্ত করা না যায়নি। তবে নিহতদের মধ্যে কানাডিয়ান এক নারী রয়েছে বলে জানিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
স্থানীয় সময় শনিবার (০৩ জুন) রাতে লন্ডন ব্রিজ ও পার্শ্ববর্তী বোরো মার্কেটে সন্ত্রাসী হামলায় শেষ খবর পর্যন্ত ১০ জন নিহত ও কমপক্ষে ৪৮ জন আহত হয়েছেন। এ সময় পুলিশের গুলিতে ৩ হামলাকারী নিহত হয়।
বাংলাদেশ সময়: ০৩৫৭ ঘণ্টা, জুন ০৫, ২০১৭
এসএইচ