ইতালিয়ান মিডিয়ার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে- হামলাকারী জাগবা লন্ডনের একটি রেস্টুরেন্টে সম্প্রতি কাজ নেন।
তুরস্কগামী ফ্লাইট ধরে সিরিয়া প্রবেশের সময় ২০১৬ সালে জাগবাকে থামানো হয়েছিলো।
এর আগে তিন হামলাকারীর মধ্যে দু’জনের ছবিসহ পরিচয় প্রকাশ করে স্থানীয় পুলিশ। তাদের একজনের নাম খুররম বাট (২৭), অপরজনের নাম রচিদ রেদোয়ানে (৩০)।
খুররম বাটকে পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ বলে জানিয়েছে তার প্রতিবেশী ও পুলিশ। তাকে প্রাথমিকভাবে ‘আবজ’ ছদ্মনামে শনাক্ত করা হয়। আর রচিদ নিজেকে কখনো মরোক্কান আবার কখনো লিবিয়ান বলে পরিচয় দিতেন।
গত শনিবার (০৩ জুন) রাতে লন্ডন ব্রিজ ও পার্শ্ববর্তী বোরো মার্কেটে হামলা চালায় তিন সন্ত্রাসী। এতে ৭ জন নিহত ও কমপক্ষে ৪৮ জন আহত হন। এ সময় পুলিশের গুলিতে খুররম, রচিদ ও ইউসুফ নামে তিন হামলাকারী নিহত হয়।
লন্ডন ব্রিজের ২ হামলাকারীর পরিচয় প্রকাশ
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জুন ০৫, ২০১৭
জেডএস