ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পুত্রের ‘পথের কাঁটা’ ভাতিজাকে সরিয়ে দিলেন সৌদি বাদশাহ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৩ ঘণ্টা, জুন ২১, ২০১৭
পুত্রের ‘পথের কাঁটা’ ভাতিজাকে সরিয়ে দিলেন সৌদি বাদশাহ সৌদি আরবের নতুন ক্রাউন প্রিন্স মোহাম্মদ, বাদশা সালমান এবং সদ্য পদ হারানো ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ

ঢাকা:  সৌদি আরবের ‘ক্রাউন প্রিন্স’ এর পদ থেকে ভাতিজা মোহাম্মদ বিন নায়েফ বিন আব্দুল আজিজকে সরিয়ে নিজ পুত্রের নাম ঘোষণা দিলেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।

এই ঘোষণার ফলে বাদশা সালমান বিন আব্দুল অাজিজের পর সৌদি আরবের সিংহাসনে বসবেন তার পুত্র মোহাম্মদ বিন সালমান আল সাউদ।

মোহাম্মদ বিন সালমান আল সাউদ এর আগে ছিলেন ডেপুটি ক্রাউন প্রিন্স।

 বুধবার ( জুন ২১) এক আকস্মিক রাজকীয় ডিক্রিতে উত্তরাধিকারী পরিবর্তনের এ ঘোষণা দেয়া হয়।

ক্রাউন প্রিন্স হিসেবে পদোন্নতির পাশাপাশি মোহাম্মদ বিন নায়েফ একই সঙ্গে সৌদি আরবের উপপ্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন।

এছাড়া আগে থেকেই সামলে আসা প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও দায়িত্বও থাকছে তার ওপর।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, জুন ২১, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।