ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

আগ্রায় বোমা বিস্ফোরণের ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৩, সেপ্টেম্বর ১৮, ২০১১
আগ্রায় বোমা বিস্ফোরণের ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদ

আগ্রা: আগ্রার একটি হাসপাতালে বোমা বিস্ফোরণের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



শনিবার বিকেল পৌনে ৬টায় আগ্রার জয় হাসপাতালের অভ্যর্থনা কক্ষে বোমা বিস্ফোরণ ঘটে। এতে আহত হয় কমপক্ষে ৪ জন। বিস্ফোরণের সময় অভ্যর্থনা কক্ষে ১০ থেকে ১৫ জন লোক অবস্থান করছিল।

ঘটনার পর অনেক রোগীকে হাসপাতাল থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশ হাসপাতালের বিস্ফোরণস্থলটি ঘিরে রেখেছে। ঘটনা তদন্তে জাতীয় নিরাপত্তা রক্ষী বাহিনীর একটি দল সেখানে গিয়েছে।
 
বিশেষজ্ঞরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন। উত্তর প্রদেশের সন্ত্রাস বিরোধী একটি বিশেষ দল বলেছে, ওই হামলায় দূর নিয়ন্ত্রিত বিশেষ ধরনের বোমা ব্যবহার করা হয়েছে এবং তা আগে থেকেই হাসপাতালের অভ্যর্থনা কক্ষে পেতে পুঁতে রাখা হয়েছিল। ঘটনাস্থল থেকে তার এবং ব্যাটারি উদ্ধার করা হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী জিতেন্দ্রর সিং রোববার দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন।

পুলিশের মহাপরিদর্শক পিকে তিওয়ারি আগ্রাতে শনিবার জানান, হামলায় সাধারণ বোমা ব্যবহৃত হয়েছে।

এর আগে দিল্লিতে সুপ্রিম কোর্টের সামনে বোমা হামলায় ১৫ জন নিহত হওয়ার পর আগ্রাতে এই বোমা হামলার ঘটনা ঘটলো।  

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।