ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ঘণ্টা ব্যবধানে পাকিস্তানে ফের বিস্ফোরণ, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
ঘণ্টা ব্যবধানে পাকিস্তানে ফের বিস্ফোরণ, নিহত ১০ পাকিস্তানে ফের বোমা বিস্ফোরণ

কয়েক ঘণ্টা ব্যবধানে ফের বোমা বিস্ফোরণে কেঁপে উঠলো পাকিস্তান। কোয়েটায় প্রাদেশিক পুলিশ প্রধানের কার্যালয়ের পাশে বিস্ফোরণের পর এবার জনবহুল এলাকায় জোড়া বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলো।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, দেশটির পারাচিনারের কুররম এজেন্সি এলাকায় জোড়া বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন।  
 
এর আগে শুক্রবার (২৩ জুন) সকালে কোয়েটায় বিস্ফোরণের ঘটনায় ১৪ জন নিহতের খবর জানা গেছে।

জোড়া বিস্ফোরণের বিষয়ে সংবাদমাধ্যম জানায়, তাল আদ্দারে ব্যস্ত বাজার ও বাস টার্মিনাল লক্ষ্য করে প্রথম বোমা হামলা চালানো হয়। ওই ঘটনার পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হলে আরেকটি বিস্ফোরণ ঘটানো হয়।

আসন্ন ঈদ-উল ফিতর সামনে রেখে মুসল্লিরা বাজার করতে গেলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।  

বিস্ফোরণের পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণস্থল ঘিরে রেখেছেন নিরাপত্তাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।