যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনেপলিস শহরে শুক্রবার (২৩ জুন) এ ইফতারের আয়োজন করা হয়। ইফতারে অংশগ্রহণের ছবি এবং স্ট্যাটাস ফেসবুকে পোস্ট করেছেন জুকারবার্গ।
এতে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যমটির প্রতিষ্ঠাতা জুকারবার্গ শরণার্থীদের সঙ্গে তারা আলাপের কথা তুলে ধরেন
জুকারবার্গ বলেন, একজন শরণার্থী প্রায়ই তার পছন্দের দেশের প্রশ্নে দ্বিধায় পড়ে যান। ২৬ বছর শরণার্থী হিসেবে (যুক্তরাষ্ট্রে) জীবন কাটিয়েছেন এমন একজনকে আমি জিজ্ঞেস করেছিলাম, আপনি কি যুক্তরাষ্ট্রকে নিজের বাড়ির মতো মনে করেন? তিনি সহজ ও ধীরভাবে উত্তর দিলেন, বাড়ি হলো এমন, যে আপনি যখন যা মন চায়, তা-ই করতে পারবেন। (আমার দেশের মতো) যুক্তরাষ্ট্রও আমাকে এই অনুভূতিই দিচ্ছে।
এটিকে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় প্রশংসা হিসেবে পোস্টে উল্লেখ করেন জুকারবার্গ।
পোস্টের শেষ দিকে বিশ্বের সবচেয়ে অন্যতম ধনকুবের এ আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। ধন্যবাদ জানান ইফতারে অংশগ্রহণকারী সোমালি শরণার্থীদেরও।
বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
জিওয়াই/এইচএ/