ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ওয়াজিরিস্তানে ড্রোন ভূপাতিত করেছে জঙ্গিরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৭, সেপ্টেম্বর ১৮, ২০১১
ওয়াজিরিস্তানে ড্রোন ভূপাতিত করেছে জঙ্গিরা

মিরানশাহ: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের আদিবাসী অধ্যুষিত দক্ষিণ ওয়াজিরিস্তানে রোববার একটি মার্কিন ড্রোন (চালকবিহীন বিমান) ভূপাতিত হয়েছে। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।



পাকিস্তানের পত্রিকা ডনে এ খবর প্রকাশিত হয়েছে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে ড্রোনটি ভূপাতিত হয়েছে। অন্যদিকে, বিমানটি গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করেছে জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান।

ওয়াশিংটন এই অঞ্চলটিকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার আন্তর্জাতিক প্রধান কার্যালয় বলে মনে করে।

পেশওয়ার থেকে একজন নিরাপত্তা  কর্মকর্তা  জানান, দক্ষিণ ওয়াজিরিস্তানের জানগারা গ্রামে যান্ত্রিক ত্রুটির কারণে একটি আমেরিকান ড্রোন ভূ-পাতিত হয়েছে।  

জানগারা দক্ষিণ ওয়াজিরিস্তানের প্রধান শহর ওয়ানা থেকে ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত। দুজন গোয়েন্দা কর্মকর্তা ওয়ানাতে ড্রোন ভূপাতিত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

যুক্তরাষ্ট্র পাকিস্তান সীমান্তে জঙ্গিদের ওপর নজর রাখতে পর্যবেক্ষণ বিমান (ড্রোন) ব্যবহার করে থাকে।

পাকিস্তান থেকে আল কায়েদা এবং তালেবান জঙ্গিরা আফগানিস্তানে হামলা চালিয়ে থাকে। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের সীমান্ত এলাকায় জঙ্গিদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে এ ধরনের ড্রোন ব্যবহৃত হয়ে থাকে।

প্রসঙ্গত, পাকিস্তানে মার্কিন ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা খুবই বিরল ঘটনা। ২৫ আগস্ট দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ক্যামেরা সজ্জিত একটি ড্রোন ভূপাতিত হয়েছিল।  

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।