ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কলম্বিয়ায় লঞ্চডুবিতে কমপক্ষে ৯ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, জুন ২৬, ২০১৭
কলম্বিয়ায় লঞ্চডুবিতে কমপক্ষে ৯ জন নিহত কলম্বিয়ায় লঞ্চডুবিতে কমপক্ষে ৯ জন নিহত

ঢাকা: কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে লঞ্চডুবিতে কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। এছাড়া এখন পর্যন্ত ২৮ জন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।

রোববার (২৫ জুন) রাতে মেদেলিন থেকে ৪৫ কিমি পূর্বে পর্যটক শহর গুয়াতাপের কাছে একটি নদীতে যাত্রীবাহী লঞ্চটি ডুবে যায়। লঞ্চে প্রায় দেড়শোজন পর্যটক ছিলেন।



খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকর্মীরা তাদের উদ্ধারে নেমে পড়েন। এখনও উদ্ধার কার্যক্রম চলছে। ঘটনাস্থলে আর্মি হেলিকপ্টার পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮০৪ ঘণ্টা, জুন ২৬, ২০১৭
এসএনএস

   
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।