ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে পৃথক হামলায় মার্কিন সেনা, আফগান নারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১০
আফগানিস্তানে পৃথক হামলায় মার্কিন সেনা, আফগান নারী নিহত

কাবুল: আফগানিস্তানে পৃথক হামলায় এক মার্কিন সেনা এবং আফগান নারী নিহত হয়েছেন। ন্যাটো শুক্রবার এ তথ্য জানিয়েছে।



আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে তালেবান কায়দায় সংঘটিত হামলায় মার্কিন এ সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার এ হামলাটি হয়েছে বলে ন্যাটোর ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসটেন্স ফোর্স (আইএসএএফ) জানিয়েছে।

এ নিয়ে আফগানিস্তানে তালেবান বিরোধী লড়াইয়ে চলতি বছর ৪শ’ ৩৮ জন বিদেশি সেনা নিহত হয়েছেন।

এদিকে গোলযোগপূর্ণ পূর্বাঞ্চলীয় প্রদেশ খোস্টের এক বাড়িতে তল্লাশী চালানোর সময় জোট সেনাদের হাতে এক আফগান নারী নিহত হয়েছেন বলে আইএসএএফ জানায় ।   একটি ভবন থেকে তাদের দিকে তাক করা বন্দুকের নল দেখে জঙ্গি সন্দেহে জোট বাহিনী পাল্টা গুলি ছুঁড়লে এ মহিলা নিহত হন বলে আইএএসএফ এক বিবৃতিতে জানিয়েছে।

ঐতিহ্যগতভাবে আফগান নারীরা খুব কমই যুদ্ধে অংশ নিয়ে থাকেন। তবে নিজেদের নিরাপত্তা জন্য সব বাড়িতেই অস্ত্র রাখা হয়।

আফগানিস্তানে ন্যাটো নেতৃত্বাধীন বাহিনীর হাতে বেসামরিক আফগান নাগরিক নিহত হওয়া খুবই স্পর্শকাতর ব্যাপার।
 
জাতিসংঘের এক প্রতিবেদন অনুসারে বছরের প্রথমার্ধেই সহিংসতায় ১ হাজার ২শ’ বেসামরিক আফগান নিহত হয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩১ গুণ বেশি।
 
বাংলাদেশ স্থানীয় সময়: ১৬০৪ ঘন্টা আগস্ট ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।