ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের কলোরাডোয় লিস্টেরিয়ার সংক্রমণে ১৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪০, সেপ্টেম্বর ২৮, ২০১১
যুক্তরাষ্ট্রের কলোরাডোয় লিস্টেরিয়ার সংক্রমণে ১৬ জনের মৃত্যু

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে লিস্টেরিয়া ব্যাকটেরিয়া আক্রান্ত ফুটি (খরমুজ) খেয়ে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ পড়েছে আরও ৭২ জন।



স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, বাকি তিনজনের মৃত্যুও একই কারণে বলে ধারণা করা হচ্ছে। কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রে গত এক দশকের মধ্যে খাদ্যে লিস্টেরিয়া সংক্রমণ এবার সবচেয়ে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে।
 
হোলি নামের খামার থেকেই এই ব্যাকটেরিয়া ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই ফার্মের সরঞ্জামাদি এবং প্যাকিং করার জায়গায় লিস্টেরিয়া ব্যাক্টেরিয়া পাওয়া গেছে।

কীভাবে এই খাদ্য দূষণ ছড়িয়ে পড়ল যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) তা তদন্ত করে দেখছে।

রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) সতর্ক করে দিয়ে জানিয়েছে, এই সংখ্যা আরও বাড়তে পারে। চার সপ্তাহ বা ও তার বেশি আগে থেকে এর উপসর্গ দেখা দিয়েছে।

সিডিসির ড. রবার্ট ট্যাক্সি জানান,  দুই সপ্তাহ আগে এমনকি এক সপ্তাহ আগেও যারা ওই দূষিত খাদ্য খেয়েছে তারা পরবর্তীতে আক্রান্ত হতে পারে।

গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, যারা আক্রান্ত হয়েছেন তারা সবাই মধ্য বয়সী। ৩১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড, টেক্সাস এবং নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে এই রোগ ছড়িয়েছে বলে কর্মকর্তারা জানান।

লিস্টেরিয়া ব্যাকটেরিয়া সাধারণ তাপমাত্রায়, এমনকি রেফ্রিজারেটরের মধ্যেও জন্ম নেয়। যুক্তরাষ্ট্রে  ১৯৮৮ সালে হট ডগস খেয়ে লিস্টেরিয়ায় আক্রান্ত হয়ে ২১ জন এবং ১৯৮৫ সালে মেক্সিকোর সফট চিপস খেয়ে ৫২ জন মারা যায়।

সিডিসির তথ্য মতে, যুক্তরাষ্ট্রে লিস্টেরিয়ায় প্রতিবছর ৮০০ জন আক্রান্ত হয়।    

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।