ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইসরাইল যাচ্ছেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৫ ঘণ্টা, জুলাই ৪, ২০১৭
প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইসরাইল যাচ্ছেন মোদি

প্রথম ভারতীয় কোনো প্রধানমন্ত্রী হিসেবে ইসরাইল সফর করতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। পুরনো মিত্রতাকে আরো সুদৃঢ় করতে মঙ্গলবার (০৪ জুন) তিন দিনের রাষ্ট্রীয় সফরে তিনি সেখানে পৌঁছাবেন।

সফরকালে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু’র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ও কয়েকটি চুক্তি করবেন মোদি সরকার।

ইসরাইল সফরকালে ফিলিস্তিন প্রেসিডেন্টের সঙ্গে মোদি সাক্ষাত করবেন না বলে জানিয়েছেন পর্যবেক্ষকরা।

ভারতীয় প্রধানমন্ত্রীর এ সফরকে দু’দেশের সম্পর্কের ক্ষেত্রে ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সম্প্রতি মোদি তার বক্তব্যে বলেছেন, ইহুদি রাষ্ট্রটির সঙ্গে ভারতের গভীর এবং শত বছরের পুরনো সম্পর্ক রয়েছে।

সফরকালে মোদি ইসরাইলের সঙ্গে সামরিক ও সাইবার নিরাপত্তা চুক্তি করতে পারেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

ইসরাইলের সঙ্গে ভারতের কূটনৈতিক ঘনিষ্টতা ২৫ বছরের। কিন্তু ভারত আগে থেকে ফিলিস্তিন মুসলিমদের বিষয়েও সমতা বজায় রাখার নীতি অনুসরণ করে আসছিল। ভারত ও ইসরাইল একসঙ্গে সন্ত্রাস মোকাবেলা, প্রতিরক্ষা, কৃষি, পানি ও বিদ্যুত খাতে কাজ করে আসছে।

দ্বি-পাক্ষিক সম্পর্ক জোরদারে মোদির এ সফরকে খুবই তাৎপর্যপূর্ণ মন্তব্য করে তাকে সাধুবাদ জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী। দুই দেশের সম্পর্ক আগে থেকেই ধারাবাহিক উন্নতির দিকে ছিল বলেও মন্তব্য করেন নেতানিয়াহু- খবর টাইমস অব ইসরাইল।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৭
জিওয়াই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।