ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তান: ফেসবুক বন্ধে লাহোর হাইকোর্টের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৭, সেপ্টেম্বর ২০, ২০১১
পাকিস্তান: ফেসবুক বন্ধে লাহোর হাইকোর্টের নির্দেশ

লাহোর: পাকিস্তানের লাহোর হাইকোর্ট ফেসবুকসহ ধর্মীয় বিদ্বেষ ছড়ায় এমন ধরনের সব ওয়েবসাইটে জনগণের প্রবেশাধিকারের অনুমতি বন্ধ করে দিয়েছে।

 একই সঙ্গে ৬ অক্টোবরের মধ্যে এই নির্দেশ বাস্তবায়নের জন্য ব্যবস্থা নিতে বলেছেন আদালত।

  সোমবার এই আদেশ জারি করে বিচারপতি শেখ আজমত সায়ীদ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়কে পাকিস্তানে ধর্মীয় বিদ্বেষ ছড়ায় এমন ধরনের সব ওয়েব সাইট বন্ধ করতে নির্দেশ দিয়েছেন।

কিন্তু বিচারপতি গুগলসহ অন্য যেসব সার্চ ইঞ্জিন রয়েছে তাতে প্রবেশের ক্ষেত্রে কোন নিষেধাজ্ঞা জারি করেননি। আদেশ বাস্তবায়িত হয়েছে এই মর্মে আগামী ৬ অক্টোবরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত।

 যুক্তরাষ্ট্র ভিত্তিক ফেসবুক ব্যবহার করে মহানবী হযরত মোহাম্মদকে ব্যঙ্গ করে বিদ্রুপাত্মক কার্টুন আকা হয়। ফলে আবেদনকারী এর ওপর স্থায়ী নিষেধাজ্ঞা জারির আবেদন জানান। তারই পরিপ্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞা জারি করেন।

আবেদনকারী আইনজীবী  মোহাম্মদ আজহার সিদ্দিক তার আর্জিতে বলেন, তথ্যপ্রযিুক্ততে প্রবেশাধিকারের নামে ইসলামি মূল্যবোধ ভূ-লুণ্ঠিত হচ্ছে। ফলে বিশ্বব্যাপী কোটি কোটি মুসলমানের ধর্মীয় অধিকার ক্ষুণœ হচ্ছে।

সিদ্দিক আরও বলেন, এর আগে হাইকোর্ট এরকমের এক আদেশ জারি করলেও মন্ত্রণালয় কোন ওয়েবসাইট বন্ধ করতে কোন ব্যবস্থা নেয়নি।

লাহোর হাইকোর্টের এরকমই এক আদেশের পরিপ্রেক্ষিতে পাকিস্তানি কর্তৃপক্ষ গত বছর স্বল্প সময়ের জন্য ফেসবুক বন্ধ রেখেছিল।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।