ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে দ্বিতল ভবনে অগ্নিকাণ্ডে ২২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
চীনে দ্বিতল ভবনে অগ্নিকাণ্ডে ২২ জন নিহত এ ভবনটিতে আগুন লেগে এতো সংখ্যক মানুষের প্রাণহানি হয়- সংগৃহীত

চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশে একটি দ্বিতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২২ জনের প্রাণহানির খবর জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম সিনহুয়া।

স্থানীয় সময় রোববার (১৬ জুলাই) ভোর সাড়ে ৪টা নাগাদ প্রদেশের চাংসু শহরের দ্বিতল ভবনটিতে আগুনের ঘটনা ঘটে।  

বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্রস্থল ও চীনের সবচেয়ে বড় শহর সাংহাই থেকে ৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমের শহরটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় এ প্রাণহানি হলো।

তবে কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, ভবনটিতে কতো সংখ্যক লোক ছিলো সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।