ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পেলের ছেলে জেলেই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৬ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
পেলের ছেলে জেলেই ছেলে এডিনহো ও বাবা পেলে

মাদক চোরাচালান এবং অর্থপাচারের অভিযোগে ফের জেলে যেতে হলো ফুটবল কিংবদন্তি পেলের ছেলে এডিনহোকে।

ব্রাজিলের একটি আদালত স্থানীয় সময় শুক্রবার (২১ জুলাই) এডসন চোলবি এডিনহোর আপিল খারিজ করে ফের জেলে নেওয়ার নির্দেশ দেন।

পেলের পথ ধরে ফুটবলার হয়েছিলেন তার ছেলে।

খেলেছেন ব্রাজিলের বিখ্যাত ক্লাব স্যান্টোসে। পেলেও এই ক্লাবে খেলে তারকা হয়েছেন। ছেলে এডিনহো অবশ্য বাবার মতো স্ট্রাইকার ছিলেন না। ছিলেন গোলরক্ষক। তবে পদাঙ্ক অনুসরণে তারকা হতে পারেননি। জড়িয়েছেন অপরাধমূলক কাজে।  

মাদক পাচার ও মানি লন্ডারিংয়ে জড়িত হয়ে প্রথম গ্রেফতার হন ২০০৫ সালে। সেসময় তার ৩৩ বছরের জেল হয়। এই শাস্তির বিপক্ষে আপিলও করেন। সেটা কমিয়ে ১৩ বছর করা হয়। ছয়মাস জেল খাটার পর প্যারোলে মুক্তি পান। তবে সবশেষ অন্তত ১২ বছর তাকে সাজা খাটতেই হচ্ছে।

এডিনহো অবশ্য এই শাস্তি মেনে নিতে পারছেন না কখনোই। ইতোপূর্বে তিনি সংবাদমাধ্যমে বলেছেন, আমি ভীষণ হতাশ। কারণ আমার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। কিন্তু আমি কখনোই তা করিনি।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।