সিডনি: অস্ট্রেলিয়া ৭০ বছরের মধ্যে প্রথম ঝুলন্ত পার্লামেন্টের দিকে ঝুঁকছে। শনিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের প্রাথমিক ফলাফল গণনায় দেখা গেছে কোন দলই একক সংখ্যাগরিষ্টতা পাচ্ছে না।
বিবিসি অনলঅইন সূত্রে জানাগেছে দুই তৃতীয়াংশ ভোট গণনা শেষ। নির্বাচন বিশেষজ্ঞ অ্যান্থনি গ্রিন জানান, ফলাফল নিশ্চিত ঝুলন্ত পার্লামেন্টর দিকেই যাচ্ছে।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন এবিসিকে জানায়, সরকারি ও বিরোধী কোন দলই একক সংখ্যাগরিষ্টতার জন্য ৭৬টি আসনে জয়ী হতে পারছে না।
সংসদের নিম্ন কক্ষে ১৫০টি আসন রয়েছে।
১৯৪০ সালে অস্ট্রেলিয়ায় প্রথম ঝুলন্ত পার্লামেন্ট গঠন হয়।
উভয় দলের কার্যালয় থেকেও বলা হচ্ছে ফলাফল ঝুলন্ত পার্লামেন্টের দিকে যাচ্ছে।
বাংলাদেশ সময় ১৯১০ঘণ্টা, আগস্ট ২১,২০১০