ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আল-আকসায় প্রবেশে ইসরায়েলের ফের কড়াকড়ি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৭
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের ফের কড়াকড়ি সংগৃহীত ছবি

পবিত্র আল-আকসা মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের চলমান অস্থিরতা দ্বিতীয় সপ্তাহে গড়ালো। বিক্ষোভ ও সহিংসতার মুখে মসজিদটির প্রবেশপথ থেকে মেটাল ডিটেক্টর সরিয়ে নিলেও নামাজ পড়ায় ফের নিয়ন্ত্রণ আরোপ করেছে ইসরায়েল। 

শুক্রবারের (২৮ জুলাই) জুম্মা নামাজে ৫০-এর কম বয়সীদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। জুম্মার নামাজে আল-আকসায় হাজারো মুসল্লির সমাগম ঘটে।

 

বৃহস্পতিবার (২৭ জুলাই) মসজিদ পরিচালনা কর্তৃপক্ষ মুসলমানদের আল-আকসায় নামাজে অংশগ্রহণের আহ্বান জানায়। ওইদিন রাতেই মসজিদ কম্পাউন্ডে ফিলিস্তিনিদের সঙ্গে আবারো সংঘর্ষ হয় ইসারয়েলি পুলিশের। তাদের ছোড়া গ্রেনেড, টিয়ার গ্যাস এবং শব্দ বোমার আঘাতে শতাধিক ফিলিস্তিনি আহত হন।  

এদিকে চলমান সহিংসতায় তিনদিন আগে মাথায় গুলিবিদ্ধ মোহাম্মদ কেনান (২৫) নামের এক যুবক বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে মারা গেছেন। গত ১৪ জুলাই পুরাতন জেরুজালেমে দুই ইসরায়েলি পুলিশ গুলিতে নিহত হওয়ার ঘটনায় আল-আকসার প্রবেশপথে মেটাল ডিটেক্টর বসায় ইসরায়েল। এর প্রতিক্রিয়ায় জেরুজালেমসহ পুরো ফিলিস্তিনে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।  

আল-আকসার প্রবেশে ইসরায়েলের মেটাল ডিটেক্টর বসানো ও কড়াকড়ি আরোপ করে দেশটির দখলদারি আচরণ বলে মনে করে ফিলিস্তিনিরা। এর প্রতিবাদস্বরুপ মসজিদে নামাজ না পড়ে রাস্তায় নামাজ আদায় করেন ফিলিস্তিনিরা।

বাংলাদেশ সময়:  ১৭০৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৭
জিওয়াই/আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।