ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শাহবাজই ‘হচ্ছেন’ প্রধানমন্ত্রী, চূড়ান্ত দলীয় প্রধান পদে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
শাহবাজই ‘হচ্ছেন’ প্রধানমন্ত্রী, চূড়ান্ত দলীয় প্রধান পদে নওয়াজ ও শাহবাজ একসঙ্গে (পুরনো ছবি)

পাকিস্তানের সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের স্থলাভিষিক্ত হচ্ছেন তার ভাই শাহবাজ শরিফ। ক্ষমতাসীন মুসলিম লিগের প্রধান পদে তার নাম চূড়ান্ত হয়েছে। দলের সংসদীয় বোর্ডে এই সিদ্ধান্ত অনুমোদন হলে শাহবাজ কেন্দ্রীয় সংসদের একটি আসন থেকে নির্বাচন করে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন। 

শনিবার (২৯ জুলাই) দুপুরে ইসলামাবাদে প্রধানমন্ত্রীর বাসভবনে মুসলিম লিগের সভায় আলোচনা শেষে শাহবাজকে দলীয় প্রধান পদে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। রুদ্ধদ্বার সভা স্থায়ী হয় চার ঘণ্টারও বেশি।

নওয়াজের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান, পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী আহসান ইকবাল, জাতীয় পরিষদের স্পিকার সরদার আইয়াজ সাদিক, রেলওয়েমন্ত্রী সাদ রফিক, প্রতিরক্ষা উৎপাদনমন্ত্রী রানা তানভীর, জ্বালানি ও প্রাকৃতিকসম্পদমন্ত্রী শহীদ খান আব্বাসী ও শাহবাজ শরিফ।

ওই সভায় অংশ নেওয়া নেতাদের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম বলছে, ৬৫ বছর বয়সী শাহবাজকে ক্ষমতাসীন মুসলিম লিগের প্রধান নেতা হিসেবে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। এরপর বিকেলেই ইসলামাবাদে সরকারি পাঞ্জাব হাউসে সভায় বসবে মুসলিম লিগের সংসদীয় বোর্ড। সেখানে তাকে দলীয় প্রধানের সিদ্ধান্ত অনুমোদিত হলে পরিষ্কার হয়ে যাবে শাহবাজের প্রধানমন্ত্রীর দায়িত্বগ্রহণের পথ।  

৬৫ বছর বয়সী শাহবাজ এখন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব পালন করছেন। সংসদীয় বোর্ডে সিদ্ধান্ত চূড়ান্ত হলে তাকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও প্রাদেশিক পরিষদের আসন থেকে পদত্যাগ করতে হবে। এরপর একটি আসন থেকে (হতে পারে নওয়াজের শূন্য ঘোষণা হতে যাওয়া আসন) উপ-নির্বাচন করে তাকে কেন্দ্রীয় সংসদে আসতে হবে। দলীয় প্রধান হিসেবে এ সংসদ সদস্য তখন প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলেও দায়িত্ব স্থায়ী করার জন্য তাকে উতরাতে হবে আস্থা ভোট। আস্থা ভোটে জিতে যেতে পারলেই শাহবাজ আগামী বছরের জুনের নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করে যেতে পারবেন।

তবে শাহবাজের এই পুরো প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত একজন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে সংসদকে। অন্তত ৪৫ দিনের জন্য ওই প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করবেন। এক্ষেত্রে উচ্চারিত হচ্ছে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান, জাতীয় পরিষদের স্পিকার সরদার আইয়াজ সাদিক, পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী আহসান ইকবালের নাম। এদের মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে থাকছেন আবার খাজা আসিফ ও নিসার আলী খান

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
এইচএ/

আরও পড়ুন
নওয়াজ কি এবার আজীবন নিষিদ্ধ হচ্ছেন?
প্রধানমন্ত্রী হচ্ছেন নওয়াজের ভাই শাহবাজ!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।