ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র: ক্ষুব্ধ চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৬, সেপ্টেম্বর ২২, ২০১১
তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র: ক্ষুব্ধ চীন

ওয়াশিংটন: তাইওয়ানের কাছে ৫৮৫ কোটি ডলার মূল্যের অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এরমধ্যে ১৪৫ এফ-১৬ যুদ্ধ বিমানও রয়েছে।



আর এই সিদ্ধান্তের পরপরই চীন তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেছে যে, এই অস্ত্র বিক্রি চীন-যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রতিরক্ষা সম্পর্ককে ক্ষতিগ্রস্থ করবে।

পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিষয়ক সহকারী সচিব কুর্ত ক্যাম্পেল একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, ‘আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখেছি যে, এই অস্ত্র বিক্রির ফলে তাইওয়ানের বিমানবাহিনীর সক্ষমতা তৈরি হবে। কারণ তাইওয়ানের বিমান বাহিনীর উন্নয়নে এবং মেরুদন্ড শক্তিশালী করতে এটা সাহায্য করবে। ’
 
ক্যাম্পেল আরও বলেন, এই অস্ত্র বিক্রির মধ্যে রয়েছে এফ-১৬ বিমান, রাডার, যুদ্ধাস্ত্র ও অবকাঠামোগত উন্নয়ন।
 
একই সঙ্গে এই বাণিজ্যের ফলে তাইওয়ান পাঁচ বছরের জন্য এফ-১৬ বিমানের পাইলটদের প্রশিক্ষণ সহায়তা পাবে। যুক্তরাষ্ট্রের লিউক বিমান ঘাটিতে এই প্রশিক্ষণ প্রদান করা হবে।
 
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় মুখপাত্র জেং ইয়াংশেং সতর্ক করে দিয়ে বলেন, ‘তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি দুদেশের স্বাভাবিক প্রতিরক্ষা সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করবে। ’

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।