বেইজিং: ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় চীনের উত্তরপূর্বাঞ্চলের দানদঙ্গ শহরে শনিবার ৩ জন নিখোঁজ হয়েছেন। কর্তৃপক্ষ শহর থেকে ৫০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।
স্থানীয় সরকারের বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে জানায়, ইয়ালু নদীর তীর ভেঙে দানদঙ্গ শহরে পানি ঢুকে পড়ে। এতে শহরে ২৩০টি বাড়ি ভেঙ্গে গেছে ও বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
দানদং-এর বন্যা নিয়ন্ত্রন প্রধান কার্যালয়ের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে সরিয়ে নেওয়া মানুষের সংখ্যা নিশ্চিত করেছেন। তবে তিনি জোর দিয়ে বলেছেন, শহরের ২৪ লাখ মানুষের জন্য পরিস্থিতি ‘ভয়াবহ নয়’।
ইয়ালু নদীর পানির স্তর বেড়ে যাওয়ায়, বন্যা নিয়ন্ত্রণে কর্মীরা বালুর বস্তা ফেলে বাধ দিচ্ছে বলে সিনহুয়া এক প্রতিবেদনে জানিয়েছে।
উল্লেখ্য, ভয়াবহ বন্যা ও ভূমিধসে এ বছরের শুরু থেকে প্রায় ৩ হাজার ৯০০ মানুষ নিহত অথবা নিখোঁজ হয়েছেন।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৪৩১ ঘণ্টা, আগস্ট ২১, ২০১০