পেশোয়ার: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের আদিবাসী অধ্যুসিত এলাকায় শনিবার বোমা বিস্ফোরণে ছয়জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। হতাহতরা তালেবান বিরোধী বেসামরিক বাহিনীর সদস্য।
কর্তৃপক্ষ জানায়, পেশোয়ার থেকে ৮০ কিলোমিটার দূরে আফগান সীমান্তের কাছে মোহমান্দ আদিবাসী এলাকায় দূর নিয়ন্ত্রিত ওই বোমা হামলার ঘটনা ঘটে।
মোহমান্দের একজন উর্ধ্বতন কর্মকর্তা মাকসুদ হাসান বার্তা সংস্থা এএপপিকে জানান, ‘এটি ছিল দূর নিয়ন্ত্রিত বোমা। এতে তালেবান বিরোধী শান্তি কমিটির ছয়জন সদস্য নিহত ও পাঁচজন আহত হয়েছেন। ’
শান্তি কমিটি অথবা তালিবান বিরোধী বেসামরিক বাহিনীকে পাকিস্তান সরকার অর্থ ও অস্ত্র সরবরাহ করে থাকে।
এদিকে পেশোয়ারের উত্তর পশ্চিমাঞ্চলে গত বুধবার, বহু অস্ত্রধারী তালিবান বিরোধী জঙ্গি মসজিদ ও পুলিশ চেকপোষ্টে হামলা চালায় । পুলিশ জানায়, এ সময় পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে ২ তালেবান বিরোধী নিহত হয়েছেন ।
একজন সরকারি কর্মকর্তা বলেন, হামলার লক্ষ্য ছিল সেনা সদস্যরা।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৫১৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০১০