ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে শপথ নিলো নতুন মন্ত্রিপরিষদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৫ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৭
পাকিস্তানে শপথ নিলো নতুন মন্ত্রিপরিষদ শপথ নিলো নতুন মন্ত্রিপরিষদ

পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসির নতুন মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৪ আগস্ট) সকালে রাষ্ট্রপতির কার্যালয়ে তাদের শপথ পাঠ করান দেশটির রাষ্ট্রপতি মামনুন হোসেন।  

নতুন মন্ত্রিপরিষদে পুরাতনদের সংখ্যাই বেশি।

পাশাপাশি ঠাঁই পেয়েছেন নতুন কিছু মুখ। ২৮ জন কেন্দ্রীয় এবং ১৮ জন প্রতিমন্ত্রীর সমন্বয়ে মোট ৪৬ সদস্যের মন্ত্রিপরিষদ গঠন করা হয়েছে।  

বৃহস্পতিবার (০৩ আগস্ট) সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দীর্ঘ ছয় ঘণ্টার বৈঠক করেন আব্বাসি।

শপথ নেওয়া মন্ত্রিসভায় খাওয়াজা মোহাম্মদ আসিফ পররাষ্ট্রমন্ত্রী, আহসান ইকবাল স্বরাষ্ট্রমন্ত্রীর পদে দায়িত্ব পেয়েছেন বলে জানিয়েছে রেডিও পাকিস্তান। এছাড়া ইশহাক দার অর্থমন্ত্রী ও পারভেজ মল্লিক বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৭
জিওয়াই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।