ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইইউ ছাড়তে মোটা অর্থ দিতে চায় যুক্তরাজ্য!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৭
ইইউ ছাড়তে মোটা অর্থ দিতে চায় যুক্তরাজ্য!

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে পুরোপুরি বেরিয়ে আসতে মোটা টাকা দিতে চলেছে যুক্তরাজ্য!

জানা যায়, এ জন্য প্রায় চার হাজার কোটি ইউরো দিচ্ছে প্রধানমন্ত্রী টেরিজা মের প্রশাসন। যদিও সরকারিভাবে এ বিষয়ে নিশ্চিত করা হয়নি।

ইউকে টেলিগ্রাফের রোববারের (০৬ আগস্ট) এক প্রতিবেদনে এমন খবর প্রকাশিত হয়েছে। যাতে তিনটি সরকারি সূত্রকে উদ্ধৃত করা হয়েছে।

চলতি বছরের শুরুর দিকে ব্রেক্সিটের বিচ্ছেদ চিঠিতে সই করে ছিলেন মে। যদিও ইইউ-এর রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, ২০২২-এর আগে কিছুতেই জোট ছেড়ে পুরোপুরি বেরিয়ে আসতে পারবে না ব্রিটেন। কারণ এতো অল্প সময়ের মধ্যে নানান সব দায়বদ্ধতা থেকে মুক্তি পাবে না রানির দেশ।  

এদিকে কোনো বাড়তি ছাড় দিতেও রাজি নয় ইইউ৷ প্রকাশ্যে অবশ্য তিক্ততা নেই তবে যুক্তরাজ্য বাজার ছাড়লে হালকা ঝাঁকুনি লাগবে ২৭ সদস্য দেশের অর্থনীতিতে। মনে করা হচ্ছে, দ্রুত ইইউ থেকে বেরিয়ে আসার জন্যই এই অর্থ দিতে চায় তারা।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।