ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতকে ‘জনগণমন’ উপহার দিলো পাকিস্তানি শিক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
ভারতকে ‘জনগণমন’ উপহার দিলো পাকিস্তানি শিক্ষার্থীরা পাকিস্তানি শিক্ষার্থীরা গাইছে জনগণমন

ঢাকা: ১৪ আগস্ট (সোমবার) ছিল পাকিস্তানের স্বাধীনতা দিবস। এর একদিন পর ১৫ আগস্ট ছিলো ভারতের।

তবে অভিন্ন ইতিহাস বহন করা বৈরী এই দুই প্রতিবেশীর স্বাধীনতা দিবস একটু অভিনব উপায়ে স্মরণের কথা ভেবে রেখেছিলো একটি ভারতীয় ব্যান্ড দল।  

পাকিস্তানের জাতীয় সঙ্গীত ‘পাক সার জমিন’ গেয়ে ইউটিউবে শেয়ার করেছিল ভারতীয় ব্যান্ডটি।

কোনো বাদ্যযন্ত্রও ব্যবহার করেনি তারা।

উদ্যোগী শিল্পীরা জানিয়েছিলেন,  প্রতিবেশী দেশ হিসেবে পাকিস্তানকে এমন একটি উপহার দেয়ার মাধ্যমেই ১৫ আগস্ট দেশের ৭০ তম স্বাধীনতা দিবস উদযাপন করতে চান তাঁরা।

কাহিনী অবশ্য এখানেই থেমে থাকেনি।

ভারতীয়দের ‘পাক সার জমিন’ এর জবাবে প্রতিবেশীদের তরফে ‘ফিরতি উপহার’ আসার একটা জল্পনা কিন্তু ছিলোই।

খুব বেশি দেরি করেনি পাকিস্তানিরা। ভারতের জাতীয় সঙ্গীত গেয়ে ‘রিটার্ন গিফট’ দেয় তারা।

লাহোরের ‘ফরমান খ্রিস্টান কলেজ’-এর পড়ুয়ারা ‘জনগণমন’ গেয়ে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন।

আর এর জেরেই ফের আরও এক বার সৌহার্দে্যর নজির গড়লেন দুই দেশের সাধারণ মানুষ।

দুটি ভিডিওই ব্যাপকভাবে সমাদৃত হয়েছে দুই দেশের মানুষের কাছে।

এদিকে ফরমান খ্রিস্টান কলেজ কর্তৃপক্ষ তাদের পড়ুয়াদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। পাশাপাশি ভারত ও পাকিস্তানের সাধারণ মানুষও শিক্ষার্থীদের এই উদ্যোগের প্রশংসা করছে।

দুই প্রতিবেশী দেশের মধ্যে সরকারি পর্যায়ে যখন খারাপ সম্পর্ক চলছে, তখন সাধারণ মানুষদের মধ্যে থেকে উঠে আসা এই সম্প্রীতির জয়গান নিশ্চয়ই ভরসা যোগাবে উপমহাদেশে।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।