ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বার্সেলোনায় হামলার সন্দেহভাজন গাড়িচালক গুলিবিদ্ধ!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
বার্সেলোনায় হামলার সন্দেহভাজন গাড়িচালক গুলিবিদ্ধ! বার্সেলোনায় হামলার সন্দেহভাজন গাড়িচালক গুলিবিদ্ধ

বার্সেলোনায় হামলার সেই গাড়িচালক সন্দেহে একজনকে গুলি করেছে স্প্যানিশ পুলিশ। দেশটির পশ্চিমাঞ্চলের এক সড়কে হামলার প্রধান সন্দেহভাজনকে গুলি করা হয়েছে বলে জানা গেছে।স্প্যানিশ মিডিয়া বলছে, গুলিবিদ্ধ ব্যক্তির পরনে বিস্ফোরক বেল্ট ছিল।

গত ১৭ আগস্ট বার্সেলোনার পর্যটন এলাকা লাস রাম্বলাসে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে ১৪ জনকে হত্যার ঘটনার পর দক্ষিণ-পশ্চিমের ক্যামব্রিলসেও একই রকম হামলার চেষ্টা চালানো হয়। সেখানে পুলিশের গুলিতে পাঁচ সন্দেহভাজন নিহত হন।

এরপর থেকে সন্দেহভাজন গাড়িচালক ইউনেস আবুইয়াকুবকে (২২) ধরতে জোরদার অভিযানে নামে স্প্যানিশ পুলিশ।  

তবে গুলিবিদ্ধ ব্যক্তিই যে ইউনেস আবুইয়াকুব সে ব্যাপারে পুলিশ এখনও ‍নিশ্চিত নয়। তার বর্তমান শারিরীক অবস্থা সম্পর্কেও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।