ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বন্যায় ভাসছে টেক্সাস, আরো অবনতির আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
বন্যায় ভাসছে টেক্সাস, আরো অবনতির আশঙ্কা বন্যায় ভাসছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর টেক্সাস

স্মরণকালের ভয়াবহ বন্যায় ভাসছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম স্টেট টেক্সাস। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের হাউস্টন শহর। সামুদ্রিক ঝড় ‘হার্ভে’র প্রভাবে অব্যাহত বর্ষণে সৃষ্ট বন্যা পরিস্থিতি আরো অবনতির আশঙ্কা করা হচ্ছে। ফলে ২০০৫ সালে যুক্তরাষ্ট্রে আঘাত হানা ঘূর্ণিঝড় ‘ক্যাটরিনা’র ক্ষয়ক্ষতির সঙ্গে ‘হার্ভে’র তুলনা শুরু করছেন বিশেষজ্ঞরা।   

গত শনিবার (২৬ আগস্ট) বাংলাদেশ সময় সকাল সোয়া ৯টার পর টেক্সাসের পোর্ট আরানসাস ও পোর্ট ও’কনর এর মধ্যবর্তী স্থানে আঘাত হানে‘হার্ভে’। ঘণ্টায় ১৩১ মাইল বেগে ক্যাটাগরি ৪ হারিকেনে রূপ নিয়ে আঘাত হানা ঝড়টি পরবর্তী এক সপ্তাহ টেক্সাসবাসীর দুর্ভোগের কারণ হবে, এমন আভাস আগেই দিয়েছিলেন আবহাওয়াবিদরা।

এদিকে বন্যায় ঘরবাড়ি ডুবে যাওয়ায় বিভিন্ন কাউন্টির বাসিন্দারা ঘরের ছাদে আশ্রয় নেওয়ার খবর মিলেছে। বিভিন্ন নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অনেক এলাকায় ঘরের ভেতরে বয়স্ক লোকজনকে পানিতে ভাসার ছবি উঠে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

যুক্তরাষ্ট্রের চর্তুথ বড় শহর হাউস্টনে গত ৭২ ঘণ্টায় ৬৬ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। শুধুমাত্র এ শহরেই বন্যার পানিতে আটকে উদ্ধারের জন্য ছয় হাজার মানুষ জরুরি সার্ভিস সেন্টারের সঙ্গে যোগাযোগ করেছেন।  

বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় রোববার রাতে হাউস্টনের ৫৪টি কাউন্টিকে দুর্যোগ কবলিত এলাকা ঘোষণা দিয়েছেন টেক্সাসের গর্ভনর গ্রেগ অ্যাবোট। হাউস্টনের মেয়র সিলভারস্টার টার্নার লোকজনকে নিরাপদে থাকার আহ্বান জানিয়ে বলেন, ঘূর্ণিঝড়টি এখনও টেক্সসের আকাশে অবস্থান করছে। এটি কোন দিকে মুখ নেয় সে বিষয়ে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না।

বন্যায় ভাসছে টেক্সাস

অন্যদিক হারিকেন ‘হার্ভে’র ক্ষতিগ্রস্তদের জন্য রিলিফ ফান্ড খোলা হয়েছে। দুর্গতদের উদ্ধারে ফেডালের ইমারজেন্সি ম্যানেজমেন্ট অথরিটি এক হাজার ৮শ’ স্টাফ এবং তিন হাজার জাতীয় ও রাষ্ট্রীয় গার্ড সদস্য নিয়োজিত করেছে। অনেক এলাকায় সেনাবাহিনী বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করেছে।

গত এক যুগের ইতিহাসে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানা ‘হার্ভে’র কবলে পড়ে শেষ খবর পর্যন্ত ৫ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) হঠাৎই ঘূর্ণিঝড়টি হারিকেনে রূপ নেয়। দ্রুতই এটি ক্যাটাগরি-১ হারিকেন থেকে ক্যাটাগরি-২ এ রূপান্তরিত হয়। এর গতি প্রকৃতি দেখে বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন, ক্যাটাগরি-৩ হয়ে ‘হার্ভে’ টেক্সাস উপকূলে আঘাত হানবে। তবে বিশেষজ্ঞদের ধারণা পাল্টে সামুদ্রিক ঝড়টি আরো শক্তিশালী ক্যাটাগরি-৪ এ রূপান্তরিত হয়ে টেক্সাসে আঘাত হানে।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।